header banner

একজোটে পথে নামবে খেটে খাওয়া মানুষ

ভারতবর্ষে বেসরকারি সংস্থার প্রভাব এবং বাণিজ্যিক অধিগ্রহণের বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে আগামী ২৬শে নভেম্বর ভারত বনধ ডাকা হয়। সেই বনধ-এর সমর্থনেই গতকাল বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। {ads} 
ধর্মতলার লেনিন মূর্তি থেকে শুরু হয় এই মিছিল। শেষ হয় হেদুয়াতে। সম্পূর্ণ রাস্তা পায়ে হেঁটে কেন্দ্রীয় শাসকদলের বেসরকারিকরণের বিরুদ্ধে একজোট হয় বাম-কংগ্রেসের সমর্থকেরা। কৃষিব্যাবস্থায়  বেসরকারি সংস্থার হাতে বেশিরভাগ ক্ষমতার নিয়ন্ত্রণ দিয়ে সমগ্র দেশের কৃষক সম্প্রদায়ের ওপর অন্যায় করা হয়েছে বলে দাবি জানান বাম এবং কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃবর্গরা। শুধু মাত্র কৃষিক্ষেত্রেই নয়, সমগ্র দেশে শ্রমিক সম্প্রদায়ের ওপর সরকারের অবহেলা এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ারও তীব্র নিন্দা করেন তারা। করোনা পরিস্থিতিতে কলকারখানা বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে বেকারত্ব বৃদ্ধি এবং শ্রমিকদের সমস্যাগুলির সমাধান থেকে সরকারের দূরে থাকার বিরুদ্ধেও অভিযোগ তোলেন এই মিছিলে। তাই, সমগ্র দেশের এই সাধারণ মানুষের সঙ্গে থেকে আগামী ২৬শে নভেম্বর ভারত বনধের দাবি জানায় বাম-কংগ্রেসের যৌথ নেতৃত্ব।
মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই এম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং পলিটব্যূরোর সদস্য মহম্মদ সেলিম। কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্পূর্ণ মিছিলে জনগণ এবং সমর্থকদের থেকে  ভালোই সহযোগিতা মেলে। ফলত, অনুমান করা যায়, বাম-কংগ্রেসের এই যৌথ প্রচেষ্টায় সাড়া মিলতে পারে ২৬শে নভেম্বর। {ads} 

SFI CMIP Congress Biman Basu Surjya Kanta Mishra Trade Union Labour Strike West Bengal India

Last Updated :