header banner

SIR : দিল্লিতে শুরু হল SIR, বাংলার পালা কবে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিহারের (Bihar) SIR শুরুর কথা থাকলেও তার আগেই শুরু হয়ে গেলো দিল্লিতে (Delhi)। তবে ঠিক কবে দিল্লিতে SIR-এর প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি। প্রশ্ন উঠছে বাংলার পালা কবে? অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পর থেকেই এরাজ্যেও এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে রাজনৈতিক মহলের অনুমান। উল্লেখ্য, দিল্লিতে শেষবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হয়েছিল ২০২২ সালে।

{link}

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, সেই তালিকায় ভোটার বা তাদের মা-বাবার নাম না থাকলে এনিউমারেশন ফর্ম জমা করার সময়ে দেখাতে হবে পরিচয়পত্র। দিল্লির CEO ওয়েবসাইটে আপলোড করা রয়েছে ২০০২ সালের সেই তালিকা। যা মিলিয়ে দেখে নিতে পারবেন দিল্লিবাসী। দিল্লির CEO বিবৃতিতে বলেন, 'দিল্লির জনসাধারণকে জানানো হচ্ছে, কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) গোটা দেশেই চালু করছে। ভোটার তালিকার অখণ্ডতা রক্ষা করার জন্য এটাই সাংবিধানিক আদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার রাজধানী শহর দিল্লিতেই শুরু হতে চলেছে SIR।' পশ্চিমবঙ্গে কবে থেকে SIR শুরু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতেই গত মাসের সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, সঠিক সময়ে গোটা দেশেই SIR শুরু হবে।

{link}

শীঘ্রই সেই দিনক্ষণ ঘোষণা করা হবে। অনুমান করা হচ্ছে, গোটা দেশের প্রক্রিয়া দিল্লি থেকেই শুরু হল এবং তালিকায় দ্বিতীয় নম্বরেই থাকতে পারে পশ্চিমবঙ্গ। কারণ, ২০২৬ বিধানসভা নির্বাচন আসন্ন। এদিকে, বিহারে SIR নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে দেশে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ নাম। ভোটারের সংখ্যা ৭.৯ কোটি থেকে ৭.২৪ কোটিতে নেমে এসেছে। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, BJP-র সঙ্গে হাত মিলিয়ে বৈধ ভোটারদের বাদ দিয়েছে কমিশন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা কমিশনের দাবি, অবৈধ ভোটারদেরই একমাত্র বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে।

{ads}

 

News Breaking News Bihar SIR Delhi সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article