header banner

SSC Result: অবশেষে প্রকাশ্যে SSC-এর ইন্টারভিউয়ের তালিকা! আদৌ কি ত্রুটিমুক্ত? বাড়ছে বিতর্ক

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নানা বিতর্ক ও টানা পোড়েনের পড়ে শেষে শনিবার সন্ধ্যায় SSC প্রকাশ করলো একাদশ ও দ্বাদশ  শ্রেণীর  ইন্টারভিউ তালিকা। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে গেলো কতটা ত্রুটিমুক্ত এই তালিকা? লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি হল সংশ্লিষ্ট তালিকা। এই তালিকায় রয়েছে প্রার্থীদের নাম। তার পাশেই রয়েছে তাঁদের রোল নম্বর। রয়েছে ওএমআর-এর পাতায় অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। সঙ্গে রয়েছে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর এবং সবশেষে উল্লেখ রয়েছে ৮০-এর মধ্যে সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী কত পেলেন সেটাও। মোট ১ হাজার ১৬১ পাতার এই তালিকায় নাম রয়েছে ২০ হাজার চাকরিপ্রার্থীর। বস্তুত, ১৪ই সেপ্টেম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই পরের পর্যায়ে পৌঁছেছেন এই ২০ হাজার চাকরিপ্রার্থী। এবার পালা ইন্টারভিউ পর্বের। এখন দেখার কতটা সুষ্ঠুভাবে ইন্টারভিউ সম্পন্ন হয়।

{link}

  এখন নতুন করে সন্দেহ দানা বাঁধছে যে আবার এই তালিকা নিয়ে না আদালতে অভিযোগ জানানো হয়! যাঁরা ইন্টারভিউ তালিকায় ঠাঁই পাননি, তাঁরাও দেখতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর। কমিশন সূত্রে জানা গিয়েছে, একাদশ-দ্বাদশ নিয়োগ প্যানেলের চাকরিপ্রার্থীদের একটি পৃথক রেজাল্টও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এদিন তালিকা প্রকাশের পরেই ‘ডিসেম্বর-প্রতিশ্রুতির’ কথা স্মরণ করিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।’ পাশাপাশি, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি।

{ads}

SSC Result News SSC Interview SSC Interview News Bengali News WBSCC School Teacher Recruitment সংবাদ এসএসসি খবর শিক্ষক নিয়োগ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article