header banner

SSC SCAM: নিয়োগ দুর্নীতিতে উত্তরপত্র বিতর্কের নাম মন্দির বাজারের বিধায়কের ছেলের

article banner

সুদেষ্ণা মন্ডল, ডায়মন্ডহারবার: আবারও নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়কের ছেলের। মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়দেব হালদারের ছেলে সুদীপ হালদারের এই নাম জড়ালো ওই OMR বিতর্কে। জয়দেব হালদার সুন্দরবন সংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি ও মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তার ছেলের নাম এই বিতর্কে নাম জড়ানোর পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মোরলতলা শীতলা বালিকা বিদ্যালয় বর্তমানে কর্মরত সুদীপ হালদার। উত্তর পত্র কারচুপি করে চাকরি নামের তালিকায় উঠে মন্দিরবাজারের বিধায়কের ছেলের।

{link}
জানা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ সি এর ওএমআর সিটের প্রকাশের কথা বলা হয় আর সেখানেই মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রে বিধায়কের ছেলে সুদীপ হালদারের নাম সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সুদীপ হালদার কিভাবে চাকরি পেয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করছে সেখানে বিধায়কের ছেলে কোন পথে পেলো চাকরি? উঠেছে প্রশ্ন। মন্দির বাজারের বিধায়কের ছেলের গ্রুপ সির তালিকায় নাম থাকার পড়ে মন্দির বাজারে বিধায়কের বাড়িতে ঝুলছে তালা। বিধায়কের  সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেই ফোন বন্ধ। 

{link}

বিতর্কিত বিধায়কের ছেলের বাড়ি অন্যদিকে এই বিষয়ে প্রতিবেশী ও বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলে কেউ কিছুই সদ উত্তর দিতে পারেনি। তবে এই বিষয় নিয়ে সুর চরিয়েছে বিরোধীরা। এই বিষয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুফল খাটুয়া বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করেছে রাজ্য সরকার। যোগ্য মেধাকে আড়াল করে ঘুরপথে বহু নেতা মন্ত্রী ছেলেকে চাকরি দিয়েছে এই রাজ্য সরকার। গতকালের পর আবারও তার প্রমাণ মিলল মন্দির বাজারে বিধায়ক জয়দেব হালদারের ছেলে সুদ্বীপ হালদারের ।কার্যত নিয়োগ দুর্নীতিতে অস্বস্তি মুখে পড়েছে রাজ্য সরকার। যদিও এই বিষয় তৃণমূলের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি।
{ads}

news SSC Scam West Bengal সংবাদ

Last Updated :