header banner

SSC Exam: স্কুল সার্ভিস কমিশন নিয়ে ফের নতুন করে মামলা! ঘোরে বিপাকে SSC

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন মানেই বিতর্ক। SSC মানেই শুধু মামলা আর মামলা। এবার আবার নতুন করে মামলা। বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন না কেন? এই প্রশ্ন তুলে SSC নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী ২৮ নভেম্বর শুনানির সম্ভাবনা। নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর। তবে শুধুমাত্র যারা সরকারি স্কুলে শিক্ষকতা করতেন, তাঁরাই এই নম্বর পেয়েছেন। 

{link}

  মূলত সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষকদেরই এই ১০ নম্বর অতিরিক্ত মিলেছে। কিন্তু যদি সরকারি স্কুলের শিক্ষকরা এই নম্বর পান, তাহলে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের ক্ষেত্রে তা হবে না কেন? সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। ২৮ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, সুপ্রিম রায় মেনে রাজ্যের সম্প্রতি নবম-দশম, একাদশ-দ্বাদশে নিয়োগের যে পরীক্ষার আয়োজন করেছিল SSC তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা পুরো নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। কারণ, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর।

{ads}

SSC News School Service Commission SSC Case Calcutta Hight Court Kolkata High Court West Bengal Kolkata এসএসসি মামলা সংবাদ এসএসসি কলকাতা হাইকোর্ট

Last Updated :

Related Article

Latest Article