header banner

রহস্য কি ?

article banner

জেল থেকে কি নতুন চিন্তা ? কিন্তু প্রশ্ন বিধানসভা নির্বাচনের আগে আচমকা কেন ?প্রভাবশালীদের চাপ নাকি অন্যকিছু ? রহস্য কি ? একসময়ে এই বাংলার কর্পোরেট হিরো বিগত সাত বছর জেলের কারাগারের পিছনে তিনি সারদা কর্ণধার সুদীপ্ত সেন ।
কিন্তু কি মনে করে উনি লিখলেন চিঠি , যে চিঠিতে লেখা চারটে দলের ছয় জন রাজনৈতিক নেতার নাম ।তিনি নাম করে সেই নেতাদের কত টাকা দিয়েছেন লিখেছেন এবং এই চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে।

২০১৩ থেকে ২০২০ কি মনে করে এই চিঠি যাতে লেখা আছে রাজনীতিবিদ ও নেতাদের নাম । এখন প্রশ্ন এই নেতা কারা বা কোন দলের ।
এই চিঠির পরে কার্যত তুলকালাম শুরু হয়েছে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একাধিক জল্পনা , তাহলে কি এই পত্রই বিধানসভা নির্বাচনের অন্যতম অস্ত্র হয়ে উঠবে ? 
যদি পত্রের ভাসা কোন ভাবে প্রকাশ পেয়ে যায় তখন সেই ক্ষেত্রে অন্তরে থাকা রাজনৈতিক দল ও নেতাদের মুখ স্পষ্ট হয়ে যাবে জনগনের সামনে । নির্বাচনের প্রাক্কালে সেই কালো মুখগুলো কেই প্রবল শক্তিতে ঢাকা দেওয়ার চেষ্টা করবে প্রভাবশালী ব্যাক্তিরা । তবে সুদীপ্ত সেনের লেখা পত্রে কি লেখা আছে সেটা সবটাই অনুমান ।
 

SUDIPTA SEN SARADA SUDIPTA SEN LETTER ELECTION 2020 SCAM POLITICS

Last Updated :