header banner

পদ্মের গন্ধে মাতাল শুভেন্দু

তিনি মন্ত্রী পদ ছেড়েছেন , তিনি লড়ছেন একা , তিনি তাঁর সমস্ত রক্ষাকর্মী ত্যাগ করেছেন , তিনি পারিপার্শ্বিক শক্তি ছাড়লেও তিনি যে ভূমিপুত্র তাঁর প্রমাণ তিনি দিয়েছেন বারবার আজ তাঁর জন্মদিনে সেই ভূমিপুত্র আবার এগিয়ে এলেন মানুষের পাশে। আজ সতীশ সামন্তর ১২১ তম জন্মদিন উপলক্ষে সভায় এসে তিনি জনিয়েছেন তাঁকে এগারো বার আক্রমণ করা হয়েছে , কিন্তু জনশক্তি , যুবশক্তি , মাতৃশক্তির আশীর্বাদ তাঁকে ঠিক স্থানে পৌঁছে দিয়েছেন ।তিনি আরও জানিয়েছেন তাঁর জনসভায় লোককে আনতে গেলে কোন দলের কর্মকর্তাকে লাগে না ।


বিধানসভা নির্বাচন ২০২১ এর আগে আবার পুরানো ছন্দে শুভেন্দু অধিকারী।{ads}
মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন শুভেন্দু অধিকারী। তাই নিজের জন্মদিনটিকে সেভাবে কোনওদিনই সেলিব্রেশানে আগ্রহ দেখাননি তিনি। পরিবর্তে এই দিনটিকে তিনি পালন করেন সতীশ সামন্তের জন্মদিন হিসেবেই।
১৯৭০ সালের আজকের দিনে কাঁথির অধিকারী পরিবারে জন্মগ্রহন করেন শুভেন্দু। সেই হিসেবে আজ শুভেন্দুর ৫০ পেরিয়ে ৫১এ পা দিচ্ছেন। অন্যদিকে আজ সতীশ সামন্তর ১২১ তম জন্মদিনটি। আজ হলদিয়ার হেলিপ্যাড ময়দানে শতাধিক দুস্থ মানুষদের বস্ত্রদান, বেশ কয়েকজন প্রতিবন্ধীর হাতে ট্রাই সাইকেল তুলে দেবেন তিনি। অধিকারী পরিবারের মেজ ছেলেটি দীর্ঘদিন ধরেই মনেপ্রাণে জনগনের জন্যই নিজেকে উৎসর্গ করেছেন। নন্দীগ্রামের বিজয়া সম্মীলনীর মঞ্চে তিনি জানিয়েছিলেন, তাঁর বিয়ে না করার পেছনে আসল কারন এটাই। গোটা জীবনে অকৃতদার থাকতে চান তিনি। রাজনীতির মঞ্চে কোনও কিছুই যেন তাঁর পিছুটান না হয়ে দাঁড়ায় তাই এমন সিদ্ধাম্ত।{ads}
 

suvendu adhikari suvendu adhikari latest speech nandigram upazila nandigram bogra nandigram news gardening tips howrah howrah news howrah news bengali howrah news live howrah news today howrah news to

Last Updated :