header banner

পদ্মের ঘরে শুভেন্দু

article banner

অবশেষে ভাঙল ঘর , সমস্ত জল্পনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী অবশেষে পদ্মের গন্ধে মাতলেন । পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় ।একসঙ্গে এক সারিতে পাশে বসলেন তিনি । মাথা নত করে প্রনাম করলেন।একই মালাতে গাঁথলেন নিজেকে। বিজেপি ছুঁয়ে ফেলল এই বাংলার মটিকে এবং বিধানসভা নির্বাচন ২০২১ এর লড়াই শুরু হয়ে গেল।মেদিনীপুরের ভূমি থেকে আজ শুরু হল নতুন যাত্রা।


লড়াই শুরু হয়েছিল নন্দিগ্রামের সভা থেকে , দাদার অনুগামী থেকে শুরু করে একক ব্যানার সুর ছিল অন্যরকম। আজ ১৯ শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী বাঁধলেন ঘর নতুন ভাবে নতুন ছন্দে পদ্মের সঙ্গে ।{ads}

আজ থেকে অমিত শাহ তাঁর বড় দাদা , আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রী সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে  ঘুরে দেখেন তারপর মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন । যাওয়ার আগে তিনি জানান "আজ আমার সৌভাগ্যের দিন, আনন্দের দিন।"।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এটা সেই জায়গা, যেখানে ভারতের সবচেয়ে তেজস্বী পুরুষ স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। ভারতের বিশ্বজয়ের সূচনা করেছিলেন তিনি। শিকাগো ধর্ম সম্মেলনে একটা কথাতেই সারা বিশ্বে সনাতন ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন স্বামীজি। ভারতের দর্শন সারা বিশ্বে ছড়িয়েছিলেন। তাঁর সেই ভাবাদর্শ মেনেই আমরা পথ চলি। সরকার পরিচালনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ স্মরণ করে এক বিশাল শাসক গোষ্ঠীর সেনাদের নিজের ঘরে আনলেন আর শুরু করলেন লক্ষের যাত্রা।{ads}

SUVENDU ADHIKARI BJP WEST BENGAL MEDINIPORE HOME MINISTER ELECTION MLA MP

Last Updated :