শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পুরুলিয়া জেলা স্কুলের সাম্য প্রিয় ৬৯২ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান ও জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তার বাবা ও মা দুজনেই শিক্ষক। বাড়ি পুরুলিয়া শহরের আমডিহায়। এদিন পরীক্ষার ফল প্রকাশ হতেই অভিনন্দনের বন্যায় ভেসে যায় পুরুলিয়ার এই কৃতী ছাত্র। সে জানায় আগামী দিনে চিকিত্সা বিজ্ঞান অথবা কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে চায়। কোন নির্দিষ্ট নিয়ম মেনে সে পড়েনি। তবে গভীর রাত পর্যন্ত পড়ার অভ্যাস ছিল তার। বাড়ি পুরুলিয়া শহরের আমডিহায়। এদিন পরীক্ষার ফল প্রকাশ হতেই অভিনন্দনের বন্যায় ভেসে যায় পুরুলিয়ার এই কৃতী ছাত্র।
{ads}
Last Updated :