header banner

অফ সিজেনেও তুষারের চাদরে ঢাকা পড়ল সান্দাকফু

article banner

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিং: আবার বরফের চাদরে ঢাকলো সান্দাকফু। এবারে শীতকালেও সেরকম ভাবে তুষারপাতের ঘটনা ঘটেনি, তবে ফাল্গুনের শুরু থেকেই প্রকৃতি তার ভাব গতি পরিবর্তন করে দেয়। ভরা চৈত্র মাস অফ সিজন, তবে সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেই চলেছে। তুষারপাতের ক্ষেত্রে রীতিমতো সিকিমের সঙ্গে পাল্লা দিচ্ছে সান্দাকফু। এরকম ঘটনা শেষ কবে ঘটেছে সেই বিষয় মনে করা মুশকিল। এরকম অফ সিজনে তুষারপাতের ঘটনা ঘটায়, খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। তুষারপাতের ঘটনা উপভোগ করছেন পর্যটক মহল। কনকনে ঠান্ডায় কাঁপছে সান্দাকফু, তাপমাত্রা কমেছে দার্জিলিং, কালিংপং এ, তবে পর্যটকদের কাছে এখন দার্জিলিং কালিংপং নয়, ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে সান্দাকফু। অসময়ে  তুষারপাতের দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন তারা। 
{link}
অনেককেই দেখা যাচ্ছে এই তুষারপাতের দৃশ্য ক্যামেরাবন্দি করতে। সেলফি তুলছেন, গ্রুপ ছবি তুলছেন। পর্যটকদের আনন্দের সীমা নেই, দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়ছে, প্রকৃতি মায়াবী সান্দাকফুতে পর্যটকরা স্বর্গীয় অনুভূতি খুঁজে পাচ্ছেন। পর্যটকরা এখন কলকাতার গরম থেকে বাঁচতে ছুটে যাচ্ছে সান্দাকফুতে। গ্রীষ্মকালে বরফ ছাড়া আর কিইবা চাইতে পারে মানুষ!
{ads}
 

Darjeeling Sandakphu News Weather Snowfall Destination West Bengal সংবাদ

Last Updated :