header banner

স্তব্ধ কবিতার 'শঙ্খ-ধ্বনি', পৃথিবী ছেড়ে অন্য ছন্দের দুনিয়ায় পাড়ি শঙ্খ ঘোষের

article banner

“মুখের কথা একলা হয়ে/ রইল পড়ে গলির কোনে/ ক্লান্ত আমার মুখোশ শুধু/ ঝুলতে থাকে বিজ্ঞাপনে” একসময় তার কলমের ছন্দের কথায় মুগ্ধ ছিল সারা বাংলা, যার কলমের ছোঁয়ায় বাংলা সাহিত্যের প্রাচুর্য বেড়েছিল তার প্রতিটা লেখায়। আজ বাংলার কবিতা ছন্দহীন। অদৃশ্য করোনা ভাইরাস কেড়ে নিল বাঙালির প্রিয় কবি শঙ্খ ঘোষ কে। সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারনে একপ্রকার প্রায় গৃহবন্দিই হয়ে পড়েছিলেন তিনি। ঘরের বাইরেই বের হতেন না তিনি। শেষ কিছুদিন ধরে ঘরের মধ্যেও চলাফেরা বন্ধ হয়েছিল। এর মধ্যেই গায়ে জ্বর থাকায় করোনা পরীক্ষা করানো হয়। ১৪ই এপ্রিল রিপোর্টে জানা যায়, করোনা ভাইরাস তার শরীরে বাসা বেঁধেছে। বার্ধক্য নিয়ে এই ভয়াবহ মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করলেও শেষরক্ষা হল না। নশ্বর দেহ ছেড়ে বাঙালিকে বিদায় জানিয়ে তিনি চললেন অন্য কোন ছন্দের পৃথিবীতে। 

{link}
তার আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। না। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ বাংলা কবিতায় এই পঞ্চপান্ডবের এক যুগ চলেছিল। সেই বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন আগেই। বুধবার তাদের শহরে পাড়ি দিলেন শঙ্খ ঘোষও। ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’, ‘দিনগুলি রাতগুলি’, ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ থেকে, ‘কবির অভিপ্রায়’ তাঁর সৃষ্টি এই সমস্ত লেখাগুলি বাংলা সাহিত্য জগতে চিরকালীন সম্পদ হয়ে থেকে যাবে। সাহিত্য অ্যাকাডেমি, পদ্মভূষণের মতো সম্মানেও তিনি সন্মানিত হয়েছেন। সর্বশেষ কথা এটাই, আজ তিনি চলে গেলেও, তিনি আছেন, তিনি চিরকাল থাকবেন তার লেখায়, তার কলমে, তার সৃষ্টিতে। 

{ads}

Sankha Ghosh Bengali Poet Covid-19 Poet Poem Poetry কবি শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ News Bengali West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article