header banner

Firhad Hakim : ওয়াকফ সম্পত্তি নিয়ে সরব ফিরহাদ হাকিম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ওয়াকফ সম্পত্তি (Waqf property) নিয়ে বিস্তত বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। সারা ভারত জুড়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর ঠিক সেই পরিবেশেই বোমা ফাটালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিরহাদ দাবি করেন, "ওয়াকফ সম্পত্তি নিয়ে এত লাফাচ্ছে ৷ মোদির বন্ধুর হয়তো মুম্বই বা কোনও প্রাইম জায়গায় জমিতে চোখ পড়েছে ৷ তাই এখন যে করে হোক, ওয়াকফ সম্পত্তি বিক্রি করতে হবে ৷ আর তাদের কাছেই বিক্রি করবে, যারা বন্ধু ব্যবসায়ী আছে ৷ যে ব্যবসায়ীদের প্রগ্রেস হয়েছে ৷ দেশের মানুষের তো প্রগ্রেস হয়নি ৷ কেন্দ্রের পয়সা নেই ৷ তাই সব বিক্রি করতে চায় ৷ রেল, বিমান বিক্রি করেছে, এবার ওয়াকফ সম্পত্তি বিক্রি করবে ৷"

{link}

তিনি আরও বলেন, 'ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি। তা বিক্রি করার অধিকার কারোর নেই।' আমরা জানি, ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনে ওয়াকফ ইস্যু উঠতে পারে ৷ অধিবেশনে শাসকদলের তরফে আলোচনার জন্য প্রস্তাব পেশ হতে পারে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ফলে জমে উঠবে শীতকালীন অধিবেশন।এই বিষয়ে মেয়র বলেন, "আসন্ন বিধানসভার অধিবেশনে এই নিয়ে আলোচনা হতে পারে ৷ ব্যক্তিগতভাবে আমি ওয়াকফ বিলটি দেখেছি ৷ এ নিয়ে সদস্যরা যা বলবেন, তা আলোচনার সময় জানা যাবে ৷ তবে, ব্যক্তিগতভাবে আমি বিলটি সমর্থন করতে পারছি না।''

{link}

উল্লেখ্য, ওয়াকফ নিয়ে যুগ্ম সংসদীয় কমিটি ৬ দিনে পাঁচ রাজ্যে যাওয়ার কথা ছিল ৷ সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, বিহার, ওড়িশা ও উত্তরপ্রদেশের নাম রয়েছে ৷ এই সফর বয়কট করেছেন বিজেপি বিরোধী 'ইন্ডিয়া'র সাংসদরা ৷ এ নিয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার ভুবনেশ্বরে ওয়াকফ নিয়ে একটি বৈঠক ছিল ৷ তবে, উপনির্বাচনের কারণ দেখিয়ে সেই বৈঠক পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া জোট ৷ কিন্তু তা না মানায় তৃণমূল বৈঠক বয়কট করেছে।

{ads}

News Breaking News Waqf property Firhad Hakim Politics Politician সংবাদ

Last Updated :