শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শত চেষ্টা করেও শতদ্রু দত্তর জেল হেফাজত কমাতে পারলেন না তার আইনজীবী। এই নিয়ে আদালতে বাদী ও বিবাদীর যথেষ্ট যুক্তি বিনিময় হয়, কিন্তু শতদ্রু দত্তর ১৪ দিন জেল থেকে সরে আসেন নি বিচারকে। কোর্টে সরকারি আইনজীবী জানিয়েছেন, কোনও ভাবেই যাতে জামিন না দেওয়া হয়। কারণ, এই ঘটনায় আর কে কে যুক্ত, একাধিক তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে শতদ্রুর আইনজীবী বলেছেন, কোনও ভাবে ১৪ দিনের হেফাজতের প্রয়োজন নেই। সেই দিন যেন কমানো হয়। কারণ শতদ্রু শুধু আয়োজক। তিনি শুধু আয়োজন করেছিলেন অনুষ্ঠানের। শতদ্রুর আইনজীবী দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “আমার মক্কেলকে কেন এই মামলায় ফ্রেম করা হয়েছে? আমি ইভেন্ট ম্যানেজার। আমি কেন রেসপন্সিবেল হতে যাব?"
{link}
আদালতকে তিনি আরো জানান, "আমাকে অভিযুক্ত করা হয়েছে। তাতে আমার নাম খারাপ হচ্ছে। মেসির কাছে আমার নাম খারাপ হয়েছে।”পুলিশ যে যে ধারা শতদ্রুর বিরুদ্ধে দিয়েছে তা খণ্ডন করে তিনি কোর্টে বলেন, “সরকারি সম্পত্তি আমি ভাঙিনি। আমি শুধু আয়োজন করেছি। কেন ১৪ দিনের জেল হেফাজত চাইছে পুলিশ?”অপরদিকে, রাজ্যের তরফে আইনজীবী অমিতাভ লাহাছ পাল্টা কোর্টে বলেন, “বিএনএস ৩/৫ সেকশন ৪৫, ৪৬ ধারা দেওয়া হয়েছে। উনি ইভেন্ট আয়োজন করেছেন। কে সামনে যাবে, কে থাকবে না সেটা তারা ঠিক করে। FIR বলা হয়েছে, আয়োজকরা যখন মাঠে ঢোকেন তাঁরা ঘুরে বেড়াচ্ছেন। যার জন্যে গ্যালারি থেকে দেখা যাচ্ছিল না। তাঁদের লোকজন দিয়ে ঘিরে ছিল। মানুষ দেখতে পায়নি।"
{ads}