header banner

Supreme Court : ডিএ নিয়ে সন্তোষজনক শুনানি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বেশ কয়েক বছর ধরে ডি এ (DA) মামলা চলেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রাথমিকভাবে হাইকোর্টের রায় সরকারি কর্মচারীদের পক্ষে গেলে রাজ্য বিস্তত টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যায়, আর সেখানেও তাদের পরাজয়। এতদিন পর আজ, ১৬ই মে, ২০২৫, সুপ্রিম কোর্টে এই মামলার সন্তোষজনক শুনানি হল, যা নিয়ে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীর মধ্যে ব্যাপক আগ্রহ এবং উৎকণ্ঠা বিরাজ করছিল।

{link}

আজকের শুনানির দিকে তাকিয়ে ছিলেন সকলে, একটি চূড়ান্ত নিষ্পত্তির আশায়। শুক্রবার, সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি ১৪ নম্বর কোর্টে ৬১ নম্বরে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল এবং এটি “টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড” অর্থাৎ তালিকার শুরুতেই থাকার কথা ছিল, যা দ্রুত শুনানির ইঙ্গিত দিচ্ছিল। কোর্টরুমে-এ উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী এবং কর্মচারী সংগঠনগুলির পক্ষেও অভিজ্ঞ আইনজীবীরা তাঁদের বক্তব্য পেশ করেন।

{link}

আজ ১১ টা ১০ নাগাদ মামলাটি ওঠে। শুনানিতে মাননীয় বিচারপতিরা ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বললেন। অপরদিকে রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলায় উপস্থিত ছিলেন এবং এর বিরোধিতা করেন। তাঁর প্রধান যুক্তি ছিল রাজ্যের উপর ভীষণ আর্থিক দায়ের চাপ। তবে বিচারপতিরা তার কথায় একমত হলেন না। এরপর অভিষেক মনু সিংভি ২৫% মিটিয়ে দেওয়ার বিষয়ে রাজি হন।

{ads}

 

News Breaking News Supreme Court DA সংবাদ

Last Updated :