শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : উড়িষ্যার সাতকশিয়া সত্যি এক আকর্ষণীয় বেড়ানোর জায়গা। আদর্শ সময় হতে পারে এখন। পাহাড় ও নদী সব আছে, সুন্দরী সাতকোশিয়া ছাড়া আর কোথায় যাবেন! ওড়িষার কটক, বৌধ, নয়াগড় ও অঙ্গুল ৪ জেলায় প্রায় ১০০০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত সাতকোশিয়া অভয়ারণ্য।
{link}
ওড়িশা ইকো-ট্যুরিজমের সৌজন্যে বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে নেচার ক্যাম্প। তবে জঙ্গল, পাহাড় ও নদীর কাছাকাছি হওয়ার জন্য লবঙ্গীর জঙ্গল সংলগ্ন 'টিকরপাড়া নেচার ক্যাম্প' অতিরিক্ত জনপ্রিয়তা পেয়েছে।
{link}
দু-পাশে পূর্বঘাট পাহাড়, মাঝখান দিয়ে সাতক্রোশ বা ২২ কিলোমিটার পথ মহানদী বয়ে চলেছে। তাই এই অভয়ারণ্যর নাম 'সাতকোশিয়া'। একবার গিয়ে দেখুন, মন আনন্দে ভরে উঠবে।
{ads}
Last Updated :