header banner

Saugata Roy : 'সিঁদুর-টিঁদুর' কটাক্ষে বিপাকে সৌগত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার বাধ্য হয়েই সাংসদ সৌগতের সঙ্গে দূরত্ব বাড়ালো দল। এর আগে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে যে মন্তব্য করেছিলেন সৌগত রায়, যা নিয়ে তুমুল সমালোচনা হয় দেশব্যাপী। এছাড়াও সৌগত রায় (Saugata Roy) মন্তব্য করেন, 'ভারত-পাকিস্তানের সংঘর্ষ যেভাবে শেষ হল, তা ভারতের জন্য লজ্জার।

{link}

এরকম ভাবে ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি।’ তাঁর সংযোজন, ‘পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভারত সফল হয়নি। আর এই সিঁদুর-টিঁদুর হল মাসি সেন্টিমেন্ট। চটচটে আবেগ।’ এছাড়াও অপারেশন সিঁদুর নানা জায়গায় নানা মন্তব্য ছড়িয়ে বেরিয়েছেন তিনি। যখন দলের অন্য সাংসদরা সিঁদুরকে ‘সাফল্যের’ ছবি হিসাবে দেখেছেন, সেই মুহূর্তে সৌগতর দাবি, ‘কোনও যুদ্ধই হয়নি। গোটা ব্যাপারটাই হাস্যকর। ড্রোন এদিক ওদিক করেছে। দু-একটা মিসাইল এদিক ওদিক পড়েছে।’

{link}

তৃণমূল সাংসদের ‘বাড়াবাড়ি’ দেখে কিন্তু ক্ষেপে যায় রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সৌগতর ‘চটচটে’ মন্তব্যকে হাতিয়ার করে প্রতিবাদে নামে রাজ্য বিজেপি। মুরলিধর সেন এলাকা থেকে চলে বিক্ষোভ মিছিল। পরিস্থিতির রাজনৈতিক গুরুত্ব বুঝে এবার সৌগতর পাশ থেকে সরে গেল তৃণমূলও।

{ads}

 

News Breaking News Saugata Roy TMC সংবাদ

Last Updated :