header banner

করোনা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধের ঘোষনা রাজ্য সরকারের

article banner

রাজ্যে ক্রমশ ভয়াবহ আকার ধারন করছে করোনার ছবি। সেই ভয়াবহ ছবির ও রাজ্যের করোনা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে এক বছর ঘুরতেই আবারও সমস্ত সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করল রাজ্য সরকার। মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুলগুলিতে সম্পূর্নভাবে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষনা করে দেওয়া হয়েছে। সোমবার বিকেলেই হয়ত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হবে। 

{link}

উল্লেখ্য বিষয় শেষ বছরে করোনার কারনে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। চলতি বছরে আনলক পর্বে ধীরে ধীরে আর সব কিছুর সাথে স্কুলগুলিও খুলে দেওয়া হয়। কোভিডের সমস্ত বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের ক্লাস হচ্ছিল। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের দ্বিতীয় স্ট্রেনে কাবু গোটা দেশ। মার্চ মাস থেকেই ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। কার্যত ক্রমশ বাড়তে থাকা আক্রান্ত ও মৃতের সংখ্যার উপর লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই গরমের ছুটি এগিয়ে নিয়ে এসে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ঠিক সময়ে হবে কি না সেই নিয়েও সংশয় দেখা দিল। ভবিষ্যতে এই বিষয়ে রাজ্যের শিক্ষাদপ্তর কি সিদ্ধান্ত গ্রহন করবে সেটাও লক্ষনীয় বিষয় হয়ে দাঁড়াবে। 
{ads}

School Education News school news school closed corona virus Covid-19 covid situation in India West Bengal Education WBBSE News West Bengal India breaking news

Last Updated :