শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একটানা বর্ষনে প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গের রাস্তার অবস্থা খুবই খারাপ। জল জমে রাস্তাগুলো হয়ে উঠেছে অনেকটা পুকুরের মতো। পুরুলিয়া (Purulia) শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হাটের মোড়। প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। পুরুলিয়া শহরের ১৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এই রাস্তাতে দেখা যাচ্ছে ফাটল। রয়েছে বড় বড় গর্ত।
{link}
বৃষ্টির ফলে সেই গর্তে জমে যাচ্ছে জল। আর সেই কারণেই সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে গর্ত গুলি। ফলে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। কখনও টোটো উল্টে যাচ্ছে, তো আবার কখনও উল্টে যাচ্ছে বাইক ও সাইকেল। এছাড়াও পথ চলতি সাধারণ মানুষ গর্তে পড়ে যাচ্ছেন মাঝে মধ্যেই। এর ফলে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বিপদে পড়েছে স্কুলে যাওয়া ছেলে-মেয়েরা। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন , প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটছে এই এলাকায়। যে কোনও সময় বড়সড় কোনও বিপদ ঘটতে পারে।
{link}
বিগত কিছুদিন আগেই রাস্তায় থাকা গর্তের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষকের। তাই তারা আশঙ্কা করছেন, যেন এই ঘটনার আবার পুনরাবৃত্তি না হয়। এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মহালি বলেন , গুরুত্বপূর্ণ রাস্তাটি পিডব্লিউডির তত্ত্বাবধানে মধ্যে রয়েছে। কিন্তু শহরের মানুষ এর ফলে বিপাকে পড়ছেন। তাই বড়সড় দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পৌরসভা। সাময়িকভাবে যাতে ওই রাস্তাটি চলাচলের উপযোগী হয়ে ওঠে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
{ads}