header banner

তীক্ষ্ণ নজর, সাবধানতায়

 ট্রেন কি চলবে ? এই আশায় লক্ষাধিক মানুষ তাকিয়ে আছেন প্রশাসনিক সিদ্ধান্তের দিকে।হাওড়া স্টেশনের বিক্ষোভের পর লোকাল ট্রেন চালু হওয়ার সিদ্ধান্ত কি হতে চলেছে এই ভাবনাতেই লক্ষাধিক মানুষ তবে, লোকাল ট্রেন চালু হওয়ার আগেই এদিন  শিয়ালদহ স্টেশনে দেখা গেল পুলিশের টহলদারি। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় অর্ধেক যাত্রী নিয়ে রেল পরিষেবা চালু হবে। কিন্ত কখন কিভাবে এই পরিষেবা হবে তার জন্য আগামী বৃহস্পতিবার একটি বৈঠক আছে রেল ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। 
যে সমস্ত স্পেশাল ট্রেন চলছে সেই সমস্ত ট্রেনে নজরদারি চালাচ্ছে পুলিশ। শুধু তাই নয় প্ল্যাটফর্মের  চক দিযে বৃত্ত টানা রয়েছে। ট্রেন চালু হলে যাত্রীরা যাতে সেই জায়গায় দাঁড়ায় এবং পুরো প্লাটফর্ম জুড়ে সমস্ত শিয়ালদহ স্টেশন নজরদারি রাখা হয়েছে রেল পুলিশের মাধ্যমে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেদিকে লক্ষ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি লোকাল ট্রেন শুরু হলে বা চালু হলেই যেন সাধারণ মানুষের কোন অসুবিধা না হয় তার জন্য এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। {ads}


 

howrah railway station citizenship bill breaking news indian railways documentary indian railways railway accident railway accident bo3 railway protest india railway protest live railway protests cana

Last Updated :