header banner

শিয়ালদহে ট্রেনের পাশে বসতি এবার মেট্রোর

প্রায় শেষের মুখে শিয়ালদহ মেট্রোর কাজ।ইতিমধ্যেই মেট্রো রেলওয়ের সূত্রে জানানো হয়েছে, স্টেশনের ওপরের গেট থেকে শুরু করে পার্কিং স্পেশ সবটাই সাজিয়ে তোলার কাজ প্রায় শেষ।ঠিক যেমন দ্রুত গতিতে কাজ এগোচ্ছে মাটির নীচে, তেমনই দ্রুত গতিতে কাজ এগচ্ছে মাটির উপরেও।যার ফলে ক্রমশ বয়ে চলা সময়ের সাথে বদলে যাচ্ছে এই অন্যতম বৃহৎ স্টেশনের চিত্র।
সূত্রের খবর অনুযাই মেট্রো রেলের হাত ধরেই বদলে যাবে শিয়ালদহ স্টেশন।আগামী ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পূর্ব রেলের অন্যতম ব্যাস্ত স্টেশন।ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ন স্টেশন হতে চলেছে এই শিয়ালদহ স্টেশন।এই স্টেশন ধরেই লক্ষ লক্ষ যাত্রী মেট্রো ব্যাবহার করবেন বলে আশাবাদী কলকাতা মেট্রো রেল কতৃপক্ষ।যেহেতু মেট্রো স্টেশন একেবারের রেল স্টেশনর পাশাপাশি গা ঘেঁসে উঠেছে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধায়।মাটির ১৬.৫ মিটার নিচে থাকবে থাকছে মেট্রোর লাইন।শিয়ালদহ স্টেশনের একদিকে ফুলবাগান মেট্রো স্টেশন অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। যেহেতু এসপ্ল্যানেড মেট্রো স্টেশন জংশন স্টেশন হতে চলেছে, তাই ধরে নেওয়া হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনেও ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রাখতে হবে। যাত্রীদের সুবিধার জন্যে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, তার মধ্যে শিয়ালদহ দক্ষিণের দিকে থাকা প্রশস্ত জায়গা দিয়ে সহজেই আসা যাওয়া করা যাবে। সুবিধার জন্যে তাই বেশ চওড়া করা হয়েছে এটি। এছাড়া মেট্রো স্টেশনে ঢোকা ও বেরনোর জন্যে থাকছে একাধিক প্রান্তে সিঁড়ি। স্টেশনে থাকছে মোট ১৮টি এক্সালেটর ও মোট ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার হবে যারা শারীরিক ভাবে সমস্যায় তাদের জন্যে। এছাড়াও যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। মোট ৩টি প্ল্যাটফর্ম থাকছে। যেহেতু বহু যাত্রী ওঠানামা করবেন তাই আইল্যান্ড প্ল্যাটফর্ম রাখা হয়েছে। ইতিমধ্যেই স্টেশন সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে গিয়েছে।

{ads}

Sealdah Metro Sealdah Station East West Metro Kolkata Wast Bengal

Last Updated :