header banner

নেটিজেনদের সঙ্গে নিয়ে এগোচ্ছে শিয়ালদহ

বর্তমানে অনলাইনের যুগে মানুষের ইন্টারনেট ব্যাবহারের প্রবণতা বেড়েই চলেছে। সেই পরিষেবা যদি হয় বিনামূল্যে তাহলে তো সোনায় সোহাগা। সেই বিনামূল্যেই ওয়াইফাই পরিষেবা ব্যাবহারের ক্ষেত্রে দেশের সমস্ত পরিচিত স্টেশনকেই পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে শিয়ালদহ স্টেশন। {ads}
রেলের তথ্যপ্রযুক্তি ও দূরসঞ্চার পরিকাঠামো নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেলটেল-এর তথ্য অনুযায়ী, শিয়ালদহে ওয়াইফাই পরিষেবা ব্যাবহারকারীর সংখ্যা মাসে প্রায় ৪ লক্ষ ৫৩ হাজার যাত্রী । বর্তমানে হাওড়ায় অয়াইফাই পরিষেবা গ্রহণ করেন প্রায় ৪ লক্ষ ৭২ হাজার। প্রবণতার দিকে নজর রাখতে গিয়ে একাধিক রেলকর্তারা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারকারীরা শুধু রেল ভ্রমণের ধরনই নয়, বিনোদন, দার্জিলিং বা ঘুমের আবহাওয়া কিংবা স্থানীয় ভূগোল ও পর্যটনস্থলের খোঁজও করে থাকেন। 
অন্যদিকে পিছিয়ে নেই আসানসোল ও খড়গপুরের মতো স্টেশও। রাজ্যে শহরতলীর বিভিন্ন স্টেশন গুলির মধ্যেও পরিষেবা গ্রহণের প্রবণতা দেখা যাচ্ছে। নৈহাটি, ব্যান্ডেল, বারাসত, সোনারপুরে যাত্রীদের এই প্রবণতা বর্ধমান, দুর্গাপুর বা বোলপুরের মতো স্টেশনের যাত্রীদের থেকে অনেক বেশি। এদিকে, কলকাতা স্টেশনে দুরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়তে শুরু করায় প্রবণতা বাড়ছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং বা ঘুম স্টেশনেও পরিষেবা গ্রহণকারীর সংখ্যাও দিঘার থেকে তুলনামূলক ভাবে বেশি। তাই অনুমান করা যায় যে, মানুষকে ডিজিটালি ভাবানোর তাগিয়ে অনেকটাই এগিয়ে এসেছে দেশ। {ads}
 

Sealdah Station Free WIFI Proceeding Howrah West Bengal

Last Updated :