তাজপুর যাওয়ার পথে দূর্ঘটনার সম্মুখীন পর্যটকদের গাড়ী। নিহত ১, আহত বেশ কয়েকজন। শনিবার সকালে বিদ্যাসাগর সেতুর টোলট্যাক্সের সামনের ঘটনা। ঘটনাস্থলে সকালে কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোলট্যাক্সে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে এসে ধাক্কা মারে নিয়ন্ত্রণহীন একটি ট্রেলার। প্রত্যক্ষদর্শীদের মতে ওই বেসরকারি গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু গাড়ি। এর পাশাপাশি দুর্ঘটনার কারনে এলাকায় জানজটের সৃষ্টি হয়। তবে খুব শীঘ্রই সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন। সরিয়ে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত গাড়িগুলি। বর্তমানে যাবনবাহন চলাচল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।