header banner

Second Hooghly Bridge: আগামীকাল ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ৩৩ বছরের বিদ্যাসাগর সেতু বাংলার গর্ব। বাম আমালে তৈরী এই সেতু এখন কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম। খবরে প্রকাশ, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেতুর তার ও বিয়ারিং প্রতিস্থাপন-সহ ব্যাপক সংস্কারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC)। এইচআরবিসি-র ইঞ্জিনিয়ারদের মতে, দ্বিতীয় হুগলি সেতুর তার প্রতিস্থাপন অত্যন্ত সংবেদনশীল ও জটিল কাজ। পুরো সংস্কার প্রকল্পের খরচ প্রায় ২৫৬ কোটি। প্রতিটি কেবল প্রতিস্থাপনে দীর্ঘ সময় লাগবে। গত কয়েক সপ্তাহ ধরেই রবিবারের নির্দিষ্ট সময়ে সেতুর ওপর মেরামত কাজ চলছে। তবে আট ঘণ্টার সম্পূর্ণ সেতুবন্ধ এ প্রথম নয়। আগেও কাজের প্রয়োজনে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

{link}

  সেতুবন্ধের সময়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। আলিপুর থেকে সেতুর দিকে যাওয়া যানবাহন হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া সেতুর দিকে যেতে হবে। খিদিরপুর রোড থেকে সেতুগামী গাড়ি ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস। তারপর স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর দিকে নির্দেশ দেওয়া হবে। সিজিআর রোড (CGR Road) থেকে ছোট ও ভারী যানবাহন যাবে হেস্টিংস ক্রসিং-সেন্ট জর্জ গেট রোড-স্ট্র্যান্ড রোড। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে প্রধান সড়ক দিয়েও ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়া হবে। সেতুর মেরামত সম্পন্ন করে দ্রুত পরিষেবা স্বাভাবিক রাখার স্বার্থেই কর্তৃপক্ষের এই উদ্যোগ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার এড়িয়ে বিকল্প রুট বেছে নেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

{ads}

Second Bridge Closed Second Bridge Close News Bengali News Hooghly Bridge Vidyasagar Setu West Bengal Howrah Kolkata সংবাদ হুগলী সেতু দ্বিতীয় হুগলী সেতু বিদ্যাসাগর সেতু

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article