header banner

Sandeshkhali : সন্দেশখালিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক  :সন্দেশখালিকাণ্ড গড়াল হাইকোর্টে। বর্তমান পরিস্থিতি নিয়ে দায়ের হল মামলা। মামলা দায়ের হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। মামলাকারীদের বক্তব্য, গোটা সন্দেশখালি এলাকায় ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে। আমাদের জমি জবর দখ্ল করা হয়েছে। আইনশৃঙ্খলা চূড়ান্ত বিঘ্নিত হয়েছে সন্দেশখালিতে। একটা দ্বীপে মানুষগুলো আটকে রয়েছে। মামলাটুকু দায়ের করার জন্য আসতে হলেও, হুমকির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ইন্টারনেট পরিষেবা বন্ধ। আইনজীবীদের যাতে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেই আবেদনও জানানো হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। 

{ads}

News Calcutta High Court Joy Sengupta Sandeshkhali TMC Politics সংবাদ

Last Updated :