শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একটা যুগের অবসান হতে চলেছে সিপিএমের। সিপিএমের প্রবীণ নেতৃত্ব একে একে সকলেই প্রায় চলে যাচ্ছেন। সোমবার রাতে চলে গেলেন মেদিনীপুরের প্রবীণ সিপিএম নেতা দীপক সরকার। সোমবার রাত ১১টার পর মেদিনীপুর শহরে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত বেশ কিছু রোগে ভুগছিলেন। তবে দলের সঙ্গে জড়িয়ে ছিলেন সর্বক্ষণ। দলীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘণ্টাখানেক তিনি পার্টি অফিসে ছিলেন। বাড়ি ফেরার পর আচমকা অসুস্থ হয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। মঙ্গলবার তাঁকে শ্রদ্ধা জানাবেন দলের সদস্য, সমর্থকরা। দেহদানের মধ্যে দিয়ে সম্পন্ন হবে অন্তিম যাত্রা।
{link}
বঙ্গের বাম রাজনীতিতে দীপক সরকার বেশ বড়সড় নাম। মেদিনীপুর জেলা সংগঠন তৈরি থেকে উন্নয়নের কাজে তাঁর ভূমিকা তো আছেই, পরবর্তী সময়ে রাজ্য সম্পাদকমণ্ডলীতেও ছিলেন তিনি। শ্রমিক নেতা থেকে শিক্ষক সংগঠনের চেয়ারম্যান, সব ভূমিকাতেই দেখা গিয়েছিল তাঁকে। মেদিনীপুর কলেজে অধ্যাপনার পাশাপাশিই বাম রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। দীর্ঘদিন সামলেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকের দায়িত্ব। ইদানিং বয়সের কারণে তেমন সক্রিয় না থাকলেও দলীয় কার্যালয়ে নিয়মিত যাতায়াত ছিল প্রবীণ কমেরেডের। সোমবার সন্ধ্যায় ঘণ্টাখানেক বাড়ির কাছাকাছি পার্টি অফিসে গিয়ে কিছুটা সময়ও কাটিয়েছিলেন দীপক সরকার।
{ads}