header banner

হাওড়া থেকে একগুচ্ছ কর্মসূচী নিয়ে রওনা, বন্দে ভারত বিতর্কে কথা বলতে অনিচ্ছুক মুখ্যমন্ত্রী

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে গঙ্গাসাগর উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ডেটটা নাগাদ তিনি ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউণ্ডে আসেন এবং গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন। যাবার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকদের সাথে।মুখ্যমন্ত্রী জানান  গঙ্গাসাগরে তার একাধিক কর্মসূচি আছে। তিনি বলেন গঙ্গাসাগরে তিনটে হেলিপ্যাড তৈরি করা হয়েছে তার শুভ উদ্বোধন হবে ।পাশাপাশি বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে। কপিলমুনির আশ্রমে যাবেন এবং সেখানে মা মাটি মানুষের নামে তিনি পুজো দেবেন। 

{link}
এছাড়াও গঙ্গাসাগর মেলা সম্পর্কে তিনি আরও বলেন যে ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত মেলা চলবে এবং এই মেলা চলাকালীন যে সমস্ত পূর্নার্থীরা যাবেন তাদের জন্য পাঁচ লাখ টাকা বীমা করা হয়েছে। এছাড়া যারা অসুস্থ হবেন তাদের জন্য এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা থাকছে। কাকদ্বীপে একটি সেতু উদ্বোধন করা হবে। কপিল মুনি আশ্রম লাগোয়া আবাসিকদের জন্য একটি ভবন উদ্বোধন করা হবে। তবে সম্প্রতি ঘটে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় যে রাজনৈতিক চাপানউতর তৈরি হয়েছে সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছু বলতে চাননি। এই বিষয়ে মন্তব্য করা থেকে সম্পূর্নরূপ বিরত থেকেছেন তিনি। 
{ads}

news Gangasagar Howrah West Bengal Vande Bharat সংবাদ

Last Updated :