header banner

পূর্ব মেদিনীপুরে আক্রান্ত একাধিক বিজেপি কর্মী, গুরুতর আহত ৩, নিখোঁজ ১

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ফের আক্রান্ত পূর্ব মেদিনীপুরে একাধিক বিজেপি কর্মী। এখনও পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন এক বিজেপি কর্মী। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার মুগবেড়িয়ার মাধাখালি বাজারে ঘটনা। পুলিশের সামনে বিজেপি কর্মীদের হামলা চালায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিকারীরা বলে অভিযোগ। ঘটনায় ৩ জন বিজেপি কর্মী গুরুতর জখম হন। নিখোঁজ রয়েছে এক বিজেপি কর্মী করে এমনটাই বিজেপির নেতার অভিযোগ। আহত বিজেপি কর্মীদের স্থানীয় মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে ছুটে আসে ভুপতিনগর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। 

{link}

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপি মুগবেড়িয়া বাজারে একটি পথসভা আয়োজন করেন। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। সভা শেষ করে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী সমর্থকদের উপর পুলিশের সামনে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। রক্তাক্ত জখম অবস্থায় ওই বিজেপি কর্মীদের উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়। এক বিজেপি কর্মী নিখোঁজ রয়েছে। এলাকার স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন  "পথসভায় চলাকালীন তৃণমূলের হার্মাদরা বিজেপি কর্মী সমর্থকদের হামলা চালিয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। আহত বিজেপি কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে"। এলাকার স্থানীয় তৃণমূল নেতা মানব পড়ুয়া বলেন "এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয়। বিজেপি গোষ্ঠী কোন্দলের কারণে এমন ঘটনা। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য প্রকাশ পাবে"। এই প্রসঙ্গে ভূপতিনগর থানার এক পুলিশ আধিকারিক বলেন "এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হবে"

{ads}
 

news Medinipur BJP TMC West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article