সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্যসভার সাংসদ ও বিধায়কের উপস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় জয়নগর ১ নম্বর ব্লকের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের কাশীপুরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী মহাশয় ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার মহাশয় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ।
{link}
রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী মহাশয় নিজের হাতে ইফতার সামগ্রী ও বস্ত্র তুলে দেন মুসলিম সম্প্রদায় মানুষের হাতে। এই অনুষ্ঠান উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় জয়নগর ১ নম্বর ব্লকের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিপুর এলাকায়।
{ads}