header banner

রাজ্য সরকারের নীল-সাদা পোশাকের নির্দেশিকার প্রতিবাদে একাধিক স্কুলের মিছিল কোচবিহারে

article banner

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রাজ্য সরকারের নির্দেশিকা জারি করার পর থেকেই কোচবিহারের সমস্ত বিদ্যালয় গুলিতে নীল সাদা পোশাকের বিরুদ্ধে গর্জে উঠেছেন ছাত্র-ছাত্রীরা এবং বিভিন্ন স্তরের মানুষেরা। এই ঘোষনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল কোচবিহার শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় মনীন্দ্র নাথ স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। পাশাপাশি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন ও বর্তমান ছাত্ররাও একটি বিক্ষোভ মিছিল করে এই দিনে। আন্দোলনকরিদের কথায়, রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে যে নীল সাদা পোশাক পরিধান করতে বলা হয়েছে, এতে স্কুলের ঐতিহ্য ও শৈশবের ভাবাবেগে আঘাত করেছে রাজ্য সরকার। যা কখোনই মেনে নেওয়া যায় না।

{link}
কোচবিহার জেলায় দীর্ঘ কয়েকদিন ধরে বিভিন্ন স্কুল পোশাক বদলের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। সেইভাবে কোন স্কুলই এই সিদ্ধান্তকে সমর্থন করেনি। এই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে তাদের আবেগ ও ঐতিহ্যকে নষ্ট করবার একটি চক্রান্ত শুরু করেছে রাজ্য সরকার বলে মতামত সকলের। বিদ্যালয়ের ছাত্ররা মনে করছে ঐতিহ্য প্রাচীন এই স্কুলের পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদের নিজস্ব পরিচয়কে বিলুপ্ত করা হচ্ছে। তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে এবং, তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। 
{ads}

news Dress Code School West Bengal Schools Cooch Behar সংবাদ

Last Updated :