header banner

রবিবার থেকে দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে বাতিল বেশ কয়েকটি ট্রেন

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ রবিবার থেকে দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশন বাতিল করল বেশ কয়েকটি ট্রেন। রেল সূত্রে খবর, ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫২টি দূরপাল্লা ট্রেন বাতিল হয়েছে। রেল সূত্রে খবর, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের ডিভিশনে রায়গড়-ঝাড়সুগুদা শাখায় ইন্টারলকিংয়ের কাজ চলবে এই কয়েকদিন। সেই জন্যই ট্রেন গুলি বাতিল করার সিধান্ত নেওয়া হয়েছে রেল কতৃপক্ষের তরফ থেকে। ২১ আগস্ট থেকে মাসের শেষ দিন পর্যন্ত বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে দৈনিক ট্রেন ছাড়াও রয়েছে সাপ্তাহিক ও দ্বি-সাপ্তাহিক ট্রেন। এই ট্রেনগুলির অধিকাংশই হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়ে। তবে আগামী ১০ দিন সেসব চলবে না। এর ফলে রেলের একটা অংশের যাত্রী যে সমস্যার মুখে পড়বে তা স্পষ্ট। তবে লোকাল ট্রেনগুলি চলার কারনে চিন্তামুক্ত নিত্যযাত্রীরা।

{ads}

news Indian Railways Train Cancellation Howrah Station West Bengal সংবাদ

Last Updated :