শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শুরু হলো বঙ্গ বিজেপির নতুন যাত্রা। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রূপে সেজে উঠেছে রাজ্য বিজেপি (BJP)। বঙ্গ বিজেপিতে এবার মুখবদলের পালা! রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মেয়াদ আর বাড়ানো হচ্ছে না বলেই খবর। সেক্ষেত্রে রাজ্য সভাপতি বদলই অবশ্যম্ভাবী। ২ জুলাই হবে তাঁকে বেছে নেওয়ার প্রক্রিয়া। ওই দিন মনোনয়ন জমা এবং প্রত্যাহার।
{link}
পরদিন, ৩ জুলাই নির্বাচন এবং ঘোষণা। মঙ্গলবার রাজ্য বিজেপির রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানিয়েছেন। তবে এই মুহূর্তে একটি বিষয় নিয়ে আলোচনাই তুঙ্গে। সুকান্তর বদলে কে বঙ্গ বিজেপির হাল ধরতে আসছেন? শোনা যাচ্ছে, দৌড়ে এগিয়ে বিজেপির ‘আদি’ নেতা তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গে গেরুয়া শিবিরের ঘর গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিবৃদ্ধি নিয়ে বিস্তর কাটাছেঁড়া, আলোচনা হয়েছে। রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে একাধিক আলোচনা সেরেছেন দিল্লির শীর্ষ নেতারা।
{link}
সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, সকলেই রুদ্ধদ্বার বৈঠক করে ভোকাল টনিক দিয়েছেন বঙ্গ বিজেপি নেতাদের। এই অবস্থায় ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজ্য সংগঠনের ভার অন্য কাউকে দেওয়ার পথেই হাঁটতে চলেছে শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্য সভাপতি পদে নির্বাচন হবে বলে জানালেও আসলে সর্বসম্মতিক্রমে একজনের নামই মনোনয়নে জমা পড়তে চলেছে। সেই নামটি কার? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিজেপির অন্দরে গুঞ্জন, সুকান্ত মজুমদারের ব্যাটন এবার শমীক ভট্টাচার্যর কাছে যেতে পারে।
{ads}