header banner

Santanu Sen : ২ বছর প্র্যাকটিসে নিষেধাজ্ঞা শান্তনুর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে শাস্তি নেমে আসলো ডাঃ শান্তনু সেনের (Santanu Sen) উপর। তাঁর ব্যবহার করা বিদেশি ডিগ্রি নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার তিনি শাস্তির মুখোমুখি। বৃহস্পতিবার তাঁকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন শান্তনু। তাই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন, ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।

{link}

দিনের পর দিন বিদেশি ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন, এমনই অভিযোগ ওঠে শান্তনুর বিরুদ্ধে। তাঁর ওই ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন সে বিদেশি ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল’কে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে।

{link}

অভিযোগ ওঠার পর শান্তনু সেন দাবি করেন, কাউন্সিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে তলব করেছে, কোথাও কোন‌ও অনিয়ম হয়নি। মেডিক্যাল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই হল, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়। তৃণমূলের আর এক চিকিৎসক নেতা নির্মল মাজি বলেন, “শান্তনু সেনকে সাসপেন্ড করা ঠিক সিদ্ধান্ত। ওঁর আচরণের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে।"

{ads}

News Breaking News Santanu Sen সংবাদ

Last Updated :