নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামে শহীদ বেদীর অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত ফুঁসে উঠলেন শুভেন্দু অধিকারী। পুলিশের উপর ক্ষোপ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন "কোন কর্মসূচি করতে হলে আদালতে অনুমতি কেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন? বক্তব্য রেকর্ড করে রাখুন, বছর করলাম পরের বছর ভাইপো আর থাকবে না। কোথায় থাকবে সেটা ভগবান জানে "।
{link}
আরও কটাক্ষ করে বলেন " শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে। ওরা তো ১০ বছর আগে হোয়াটসঅ্যাপে চ্যাট বের করবে। ভাইপোটো ফ্রেশ টাইম করছে দুবছর। তার আগে তো চ্যাটিং হতো। সব চ্যাটিং আছে। ইডিকে আটকানোর জন্য চিদাম্বরম সুপ্রিম কোর্টে গিয়েছিল। ইডি ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। পাতালে টাকা রাখলেও বের করে আনবে। চিটা গুড়ের ব্যবসা কুন্তল ও সায়নীর। তাদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে? পূর্ব মেদিনীপুরে এসপি অমরনাথ কে ভাইপোর দালাল! চোর অমরনাথ কে। কত টাকা মাল তুলেন জানেন পূর্ব মেদিনীপুর থেকে। প্রদীপ লায়েক বলে একজন কনস্টেবলকে দিয়ে ১১ টি চেক পোস্ট থেকে মাসে ২২ লক্ষ টাকা মাল তোলে। অতিরিক্ত পুলিশ সুপার হাসান মাল তুলে দেয়। হোম গাড় নিয়োগের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা করে নিয়েছে। সব তথ্য আমার কাছে রয়েছে। ম্যারাথনে হলদিয়া থেকে ৬০ লক্ষ টাকা তুলেছে রাহুল পাণ্ডে "। তার এহেন একাধিক বিস্ফোরক মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে চড়েছে উত্তেজনা ও বিতর্কের পারদ। কোথা থেকে এতো আত্মবিশ্বাস পাচ্ছেন শুভেন্দু? প্রশ্ন বিরোধী রাজনৈতিক শিবিরগুলির।
{ads}