শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আর কিছুদিনের পরে হয়তো শান্তিপুর স্টেশন (Shantipur Junction) এর নাম আর থাকবে না। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সঙ্গে দেখা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার৷ রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রানাঘাট লোকসভা কেন্দ্রের উন্নয়নমুখী রেল সংক্রান্ত একাধিক বিষয় উত্থাপন করেন এবং একটি স্মারকলিপি জমা দেন বলে জানা গিয়েছে ৷
{link}
সূত্রের খবর, রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির মধ্যে নাকি অন্যতম শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন৷ শান্তিপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘শান্তিপুর ধাম’ স্টেশন করার আর্জি নাকি জানিয়েছেন সাংসদ৷ বিজেপির দাবি, শান্তিপুরের সঙ্গে ‘ধাম’ কথা জুড়ে দিলে নাকি পর্যটন ক্ষেত্রে শান্তিপুরের গুরুত্ব বাড়বে৷ সাংসদ জগন্নাথ সরকার জানান, স্মারকলিপির মাধ্যমে লিখিতভাবে নানা দাবি তিনি পেশ করেছেন ৷
{link}
রেলমন্ত্রীর কাছে পেশ করা আর্জিগুলির অন্যতম হল হকারদের জন্য স্টেশন প্রাঙ্গণে স্থায়ী ও সুশৃঙ্খল হকার্স কর্নার নির্মাণ করা, শান্তিপুর-নবদ্বীপ ঘাট রেল পরিষেবা দ্রুত চালু করা, রানাঘাট রেল হাসপাতালমুখী লোকাল ট্রেন পরিষেবা চালু করা, রানাঘাট-বনগাঁ ডবল রেলপথের নির্মাণ কাজ সম্পূর্ণ করা, শান্তিপুর স্টেশনের নাম বদল করে ‘শান্তিপুর ধাম’ করা প্রভৃতি ৷
{ads}