শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কখনো কখনো কিছু পুলিশ অফিসারের ভুলের জন্য মনে হচ্ছে যে তৃণমূল ও সরকার যেন সমার্থক। বার বার করেই রাজনৈতিক দলের মঞ্চে যেভাবে সরকারি আধিকারিকরা উপস্থিত হচ্ছে, তাতে এটা মনে করা অস্বাভাবিক নয়। এবারের ঘটনা পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদের। সৌমিত্রবাবুর দাবি, সেখানে রবিবার এক ফুটবল প্রতিযোগিতার মঞ্চে পাশাপাশি দেখা যায় ব্লক তৃণমূল সভাপতি লালন শেখ ও আউশগ্রাম থানার সেকেন্ড অফিসার হেমন্ত দত্তকে।
{link}
সেখানে লালন শেখকে সংবর্ধনা দেওয়ার সময় হাততালি দিতে দেখা যায় ওই পুলিশ আধিকারিককে। স্বাভাবিক কারণেই এই বিষয়ে এক হাত নিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই ভিডিয়ো পোস্ট করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সঙ্গে তাঁর কটাক্ষ, পুলিশকে দলের পদাতিক বাহিনীতে পরিণত করেছে তৃণমূল।
{link}
সেই ভিডিয়ো পোস্ট করে সৌমিত্র খাঁ লিখেছেন, অধঃপতনের নতুন নজির তৈরি করল পশ্চিমবঙ্গ পুলিশ। এবার তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের ফুটবল টুর্নামেন্টের মঞ্চে কুখ্যাত ব্লক সভাপতি লালন শেখকে সংবর্ধনা দেওয়ার সময় হাততালি দিতে দেখা গেল পুলিশ আধিকারিককে। মানুষ কী করে এরকম একটা ব্যবস্থায় আস্থা রাখবে যেখানে সরকার আর শাসকদলের মধ্যে কোনও ফারাক নেই? বিষয়টি নিয়ে চারিদিকে খুবই হৈচৈ শুরু হয়েছে।
{ads}