header banner

প্রাতঃভ্রমণকারীদের জন্য খুলছে বোটানিক্যাল গার্ডেন

article banner

আগামী ১লা ডিসেম্বর থেকে প্রাতঃভ্রমণকারীদের জন্য খুলে যাচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন।মূলত গার্ডেন খোলার দাবিতে লাগাতার তাদের দীর্ঘ আন্দোলনের জেরেই বহু টালবাহানার পর গার্ডেন খুলছে বলে জানান প্রাতভ্রমনকারী সংগঠন বোটানিক্যাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশন। আজ সকালে গার্ডেনের গেটের সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে কতৃপক্ষকে ধন্যবাদ ঞ্জাপন করেন সংগঠনের কর্মিরা।সংগঠনের সম্পাদক তাপস দাস বলেন, “অ্যাশোশিয়েশানের পক্ষ থেকে কোভিড বিধি মেনে প্রথম থেকেই গার্ডেন খোলার দাবি জানিয়ে আসছি আমরা।আন্দোলনকারীদের সংগ্রমী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখনও কোভিড বিধি কঠোরভাবে মেনে চলতে হবে”।
প্রথম পর্যায়ে কেবল বৈধ প্রাতভ্রমনকারীদের অনুমতি দেওয়া হয়েছে। এখন ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দু ঘন্টা প্রাতঃভ্রমন করা যাবে।মেনে চলতে হবে সমস্ত রকম স্বাস্থবিধি,প্রত্যেক প্রাতঃভ্রমণকারীকে  গার্ডেনে প্রবেশ করতে হবে মাস্ক পরে। তাদের সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। বসার সিটে থাকবে ক্রস মার্কিং। তিনজনের সিটে বসবেন দু'জন। মাঝখানের সিটে ক্রস মার্কিং থাকবে। প্রত্যেকটি গেটে থাকবে স্যানিটাইজার। গেটে ঢোকার সময় থার্মাল স্ক্রিনিং করা হবে। যাদের উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য এন্ট্রি পাসের বৈধতা রয়েছে শুধুমাত্র তাদেরই প্রাতঃভ্রমণে অনুমতি মিলবে।
দ্বিতীয় পর্যায়ে সাধারণ পর্যটকদের জন্য গার্ডেনের অনুমতি দেওয়া হবে। তবে সেই তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে গার্ডেন সূত্র থেকে। করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে বন্ধ ছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। 
{ads}

Shibpur Botanical Garden Reopen Botanical Garden Road Daily Workers Association Howrah West Bengal India

Last Updated :