header banner

Election : পদ্মফুল ছেড়ে ঘাসফুলের পতাকা তুলে নিলেন শিখা মৈত্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পদ্ম শিবিরে ধস । পদ্মফুল ছেড়ে ঘাসফুলের পতাকা তুলে নিলেন প্রাক্তন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী শিখা মৈত্র। রাজু বিস্তা একজন অকর্মণ্য সাংসদ কটাক্ষ তার। দোলের দিন বাগডোগরায় তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষের বাসভবনের কার্যালয়ে , এক অনুষ্ঠানে বিজেপির মহিলা মোর্চার একসময় রাজ্য সম্পাদিকা তথা জেলা সভানেত্রী শিখা মৈত্র বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন । তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ।

{link}

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান অলক চক্রবর্তী। সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ। নকশালবাড়ি এক নম্বর ব্লকের সভাপতি মনোজ চক্রবর্তী । আপার বাগডোগরার অঞ্চল সভাপতি ভোলা গুহ, সহ অন্যান্যরা । শিখা মৈত্রের মতন একজন লড়াকু সৈনিক পেয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। নির্বাচনের আগে এই যোগদান অনেকটাই তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন।

{link}

প্রচুর বিজেপি  নেতা এবং কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি জেলা সভানেত্রীর। অন্যদিকে দলে যোগ দিয়েই বিস্ফোরক শিখা মৈত্র। সাংসদ রাজু বিস্তাকে নিয়ে একরাশ ক্ষোভ উপরে দেন তিনি। এলিভেটেড রোড হোক কিংবা বিমানবন্দরের সম্প্রসারণ। কোনটাই রাজু বিস্তার কৃতিত্ব নয়। এটি কালের নিয়মে সময়ের তাগিদে তৈরি হতে চলেছে। গোর্খাল্যান্ড নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় পাহাড়ের মানুষ বর্তমানে রাজু বিস্তাকে প্রত্যাখ্যান করেছেন বলে এদিন দাবি জানান সদ্য তৃণমূলে যোগ দেওয়া শিখা মৈত্র।

{ads}

News BJP TMC Election Politics ShikhaMaitra সংবাদ

Last Updated :