নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯১। সাফল্যের পুরো কৃতিত্ব তার মাকেই দিচ্ছেন শুভম। তিনি বলেন, পড়াশোনায় সাহায্য করার কথা বলতে গেলে, প্রথমেই আমার মায়ের নাম বলতে হয়। অবশ্যই স্কুলের স্যাররাও প্রতিমুহূর্তে আমাকে সাহায্য করেছেন।মা স্বপ্না ভাওয়াল শিক্ষিকা,বাবা সমীর পাল। বাড়ি বর্ধমানের কলেজমোর এলাকায়। খেলাধুলা সেভাবে মন না থাকলেও, পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে বেশ পছন্দ করেন শুভম। এছাড়া অবসর সময়ে গান শুনতেও ভালবাসেন। আগামী দিনে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা শুভমের। শুভম চান, সমাজের পিছিয়ে পড়া সেই সব মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে। যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবেন, তাদের জন্য শুভমের পরামর্শ, পরীক্ষার্থীরা যেন পাঠ্যবই একেবারে খুঁটিয়ে পড়েন। তার মতে, এটাই হল সাফল্যের জাদুকাঠি।
{ads}