শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আর মাত্র হাতে গোনা একটি দিন বাকি প্রচারের। তাই কেউই পিছিয়ে থাকতে চাইছে না জনসংযোগে। মেদিনীপুর শহর থেকে শুরু করে শালবনির জঙ্গলমহল। রবিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী শুভজিৎ রায়। রবিবার সকালে শালবনি ব্লকের চার নম্বর অঞ্চলের জিন্দাল, ধান্যশোল ও বরাগাদা এলাকায় জনসংযোগ করলেন তিনি।
[link]
কখনো হুড খোলা গাড়িতে চেপে, কখনো আবার পায়ে হেঁটে, কোথাও বার দেখা গেল সেলফি তোলার হিড়িক! এইভাবেই দিনভর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন শুভজিৎ রায়। তার দাবি জঙ্গলমহলের মানুষ আজও বিজেপির সঙ্গেই রয়েছে। যেভাবে বাংলাজুড়ে নারী নির্যাতন ও দুর্নীতি বেড়ে চলেছে, তাতে মেদিনীপুর তথা জঙ্গলমহলের মানুষ বিজেপির পাশে থেকে পরিবর্তনের ডাক দিতে চায়। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সঠিকভাবে ভোট করানোর জন্য আমরা সকাল থেকেই প্রস্তুত থাকবো।
[link}
তিনি বলেন গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে আমরা এইসব এলাকার থেকে ভোটে লিড পেয়েছিলাম।২৪ এর লোকসভা ভোটে কিছুটা কমেছে, ২৪ এর বিধানসভা নির্বাচনে মানুষ আবার বিজেপিকে ভোট দেবেন। মানুষ এবার পরিবর্তনের পক্ষেই ভোট দেবেন বলে আশাবাদী মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়।
{ads}