header banner

Suvendu Adhikari : কল্যাণীর বাজি বিস্ফোরনে শুভেন্দুর নতুন চাল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাজ্য দিয়েছে ২ লক্ষ টাকার চেক। তাই বিজেপিকে আরও বেশি দিতে হবে, তাই শুভেন্দু (Suvendu Adhikari) দিলেন ২ লক্ষ ১ হাজার টাকার চেক। ভোট যে দুয়ারে। কল্যাণীতে (Kalyani) বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ ১ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

{link}

একই সঙ্গে রাজ্য সরকার ও শাসকদলের সমালোচনা করে শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে শাস্তি দেওয়া। এদিন ঘটনাস্থলে পৌঁছে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে শুভেন্দুবাবু বলেন, ‘চারিদিকে পাকা বাড়ি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।' শুভেন্দুবাবু আরও বলেন, ‘পাড়ায় পাড়ায় কী হচ্ছে খবর নিতে ১৪ বছর ধরে ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার নিয়োগ করার গল্প তৈরি করেছিল রাজ্য সরকার।

{link}

তার ফল কী?’ তিনি বলেন, ‘আজ বিজেপি মৃতদের পরিবারকে ২ লক্ষ ১ হাজার টাকা দিয়ে বুঝিয়ে দেবে জীবনের দাম টাকায় হয় না। একটা লোক ভেজাল মদ খেয়ে মরলে ২ লক্ষ টাকা, আবার আপনার পুলিশ, আপনার দল, ও আপনার দল পরিচালিত পুরসভার অবহেলা ও কার্যত অত্যন্ত দায়িত্বজ্ঞাহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে এখানে আপনার অন্তত ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যান ও পুলিশকে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া উচিত ছিল।'

{ads}

News Breaking News BJP Suvendu Adhikari Kalyani Blast সংবাদ

Last Updated : 2 months ago