header banner

Suvendu Adhikari : গাছ দাদুর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে গাছ দাদুর পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‌তিনি কথা দিয়েছিলেন দুখু মাঝিকে সহায়তা করবেন। আর সেই কথামত দুই লক্ষ টাকা ‌দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই টাকায় বাড়ির ভীত পুজো করে একশ চারা গাছ রোপনের শপথ নিলেন গাছ দাদু।

{link}

আগামী দিনে পুরোপুরি পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। ৮০ বছরের এই বৃদ্ধ প্রতিদিন গাছ লাগান পুরুলিয়ার (Purulia) বিভিন্ন জায়গাতে। নিয়মিত গাছ লাগানো ও তার পরিচর্যা করা গাছ দাদুর নিত্যদিনের অভ্যাস। ১৫ বছর বয়স থেকে তিনি এই কাজ করে চলেছেন। এর জন্য তিনি পেয়েছেন রাষ্ট্রপ্রতি পুরস্কার। 

{link}

পুরুলিয়ার গর্ব গাছ দাদু দীর্ঘদিন যাবত ভাঙা-চোরা বাড়িতে বসবাস করেন। আবাস যোজনার বাড়ি পেলেও সেই বাড়িতে থাকেন তার বড়ছেলে বৌমা ও চার নাতি-নাতনি। কিন্তু দুখু মাঝি নিজে থাকেন ভাঙাচোরা মাটির বাড়িতে। ‌এই বিষয়ে দুখু মাঝি বলেন , শুভেন্দু বাবু কথা দিয়েছিলেন আমার পাশে দাঁড়াবেন। সেই কথা তিনি রেখেছেন। আর্থিকভাবে তিনি আমায় সহায়তা করেছেন। আমি চাই আমার বাড়ি তৈরি হলে সে বাড়িতে যেন শুভেন্দু বাবু পায়ের ধুলো দেন। শুভেন্দু বাবুর নামে আমি ১০০ টি চারাগাছ বিভিন্ন জায়গায় রোপন করব।

{ads}

 

News Breaking News Suvendu Adhikari Purulia সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article