header banner

পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘুদের উদ্দেশ্যে তৃণমূল কে সাফ করার ডাক শুভেন্দুর

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে সংখ্যালঘুদেরই তৃণমূল সাফ করার ডাক দিলেন শুভেন্দু। মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার ডাকে মঙ্গলবার রায়দীঘিতে বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা নেতৃত্বরা। সেখানেই ফের রাজ্য সরকারের একাধিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

{link}
মঙ্গলবারের জনসভায় তিনি বলেন, তৃণমূলের সবাই চোর। একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত সকলে। আমরা দুর্নীতিমুক্ত বাংলা গড়তে এসছি। আমাদের দলে চোরদের কোন স্থান নেই। আমরা দুমাস আগেও স্লোগান দিতাম "পার্থ চোর, অনুব্রত চোর,মানিক চোর"- এখন সেটা প্রমাণিত, তৃণমূলের সবাই চোর। আমরা পশ্চিমবঙ্গকে ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেব। আমরা ওপরের স্তরের দিকে পরিষ্কার করব আর মানুষ বুথ স্তরে পরিষ্কার করবেন। এমনই ঝাঁঝালো ভাষণ দিয়ে কর্মীদের উজ্জীবিত করেন শুভেন্দু অধিকারী। 

{link}
গত পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস চলেছিল সেই সন্ত্রাসের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি শাসকদলের গুন্ডা বাহিনীরা। সেই প্রসঙ্গ টেনে এনে রাজ্যের বিরোধী দলনেতা বলেন ,গতবারের পঞ্চায়েত নির্বাচনের মতন এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেবেনা, এইরকম যদি মনে করে থাকে তাহলে ভুল মনে করে থাকবে। আমাদের শীর্ষ নেতৃত্বরা প্রতিটি বুথে বুথে থাকবে। এছাড়াও সুকান্ত মজুমদারের গ্রেপ্তারের প্রতিবাদে আবারও শাসকদলের দিকেই আঙ্গুল তুলে তিনি বলেন, রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠ রোধ করছে। গ্রেফতার করে বিজেপিকে আটকে রাখা যাবে না ।বিজেপি আছে মাঠে ময়দানে প্রতি বুথে বুথে প্রতিটি বাড়ি বাড়ি। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবারে লড়াইয়ে নামবে বিজেপি। বিজয় সম্মিলনীর এই মঞ্চ থেকে আগামী দিনের রণকৌশল ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী। এখন দেখার তার দলের কর্মীরা এই রনকৌশল কে সাফল্যমণ্ডিত করতে পারেন কি না। 
{ads}

news Suvendu Adhikari BJP Panchayat Election West Bengal সংবাদ

Last Updated :