header banner

Suvendu Adhikari : বড় ঘোষণা শুভেন্দুর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে নাকি যোগ্য প্রার্থীদের নিয়ে মিটিং করেছেন। তাহলে তিনি জানেন যে কারা যোগ্য ও কারা অযোগ্য। তাহলে কেন তা আদালতে দেওয়া হয় নি। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই বিরোধী দলনেতার আক্রমন - ১৫ এপ্রিলের মধ্যে যোগ্য ও অযোগ্যর তালিকা দিন।

{link}

তা নাহলে ২১ তারিখ বিজেপি নবান্ন অভিযান করবে। শুভেন্দু বলেন, "২৬ হাজারের মধ্যে ৭ হাজারকে ঢুকতে দেওয়া হয়েছে নেতাজি ইন্ডোরে। যোগ্যদের পাস দিয়েছি, তারাই ভিতরে গিয়েছে, বলেছেন মুখ্যমন্ত্রী। তাহলেই তো স্পষ্ট কারা যোগ্য, কারা অযোগ্য। আজকে এসএসসি যে রিভিউ পিটিশন করেছেন, আপনি যোগ্যদের তালিকাটা আদালতে ফেলে দিন।" চাকরিহারাদের রিভিউ পিটিশন দাখিল করতে আবেদন শুভেন্দুর। দরকারে বিজেপি বিধায়কদের বেতন থেকে আইনজীবীর বেতন দেওয়া হবে, বড় ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)।

{link}

শুভেন্দু আরও বলেন, "রাজ্য সরকারের কাছে সুযোগ রয়েছে, তালিকা দিন। নাহলে ১৯ হাজারের সঙ্গে বঞ্চনা করা হবে। ১৫ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে তালিকা না দিলে ২১ তারিখ নবান্ন অভিযান করা হবে। পতাকা ছেড়ে অরাজনৈতিক স্বার্থে নবান্নের সামনে গিয়ে ধরনা দেব। চেয়ার থেকে নামিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করব।" চাকরিহারাদের আপত্তি না থাকলে নবান্ন অভিযানে ১ লক্ষ লোক নিয়ে যোগ দেবেন বলে জানান শুভেন্দু।

{ads}

News Breaking News Suvendu Adhikari SSC Case সংবাদ

Last Updated :