header banner

মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ফুলিয়ায় অসুস্থ পরিক্ষার্থী, পরীক্ষা দেওয়া হল হাসপাতালেই

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: বৃহস্পতিবার শুরু হল মাধ্যমিক পরিক্ষা। আজ ছিল প্রথম ভাষার পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষা দিতে এসেই নদীয়ার ফুলিয়ায় অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। স্কুল কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ওই পরিক্ষার্থীর নাম নাম পূর্বাশা শর্মা। বৃহস্পতিবার সে ফুলিয়া শিক্ষিনিকেতনে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিল। স্কুলে ঢোকার আগে সে সাইকেল থেকে পড়ে যায়। তারপরে সে অসুস্থ হয়ে পড়ে এরপর পুলিশের তৎপরতায় ওই ছাত্রীকে ফুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুটা সুস্থ বোধ করায় ফুলিয়া স্বাস্থ্য কেন্দ্রতেই ওই ছাত্রীর জন্য পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন। একজন শিক্ষিকার উপস্থিতিতে হাসপাতালে বসেই নিজের পরীক্ষা সম্পূর্ন করে সে। 

{link}
পরিবার সূত্রে জানা গিয়েছে চাপের কারনে শেষ দুদিন ভালো করে খায়নি ওই পরিক্ষার্থী। কদিন আগে তারাপিঠেও ঘুরে এসেছিল সে। আজকে স্কুলে পরীক্ষা দিতে ঢুকতে যাওয়ার সময় আচমকাই সে সাইকেল নিয়ে পড়ে যায়, সেই সময় তার থুতনি তে আঘাত লাগে। তারপর তাকে সেইখান থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই পরীক্ষা দেয় সে। বর্তমানে ওই ছাত্রী সুস্থ রয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। 
{ads}

news Nadia Madhyamik exam West Bengal সংবাদ

Last Updated :