শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : রবিবার মোটামুটি নির্বিগ্নে শেষ হলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা (SSC)। এবার বিহার, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ডের প্রচুর প্রার্থী পরীক্ষা দিয়েছেন। তবে পরীক্ষার্থীদের ভিড়েও দাগীরাও কেউ মিশে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। আর যদি তা হয়েই থাকে, তাহলে এই পরীক্ষা পরিণতি কী হবে, তারও একটা পূর্বাভাস দিয়ে রাখলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।
{link}
রবিবার সন্ধ্যায় একটি বেসরকারি চ্যানেলকে তিনি বলেন, “আমাদের মতে, দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, তা অসম্পূর্ণ। এবারের চাকরিপ্রার্থীদের ভিড়ে কোনও দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কিনা, অর্থাৎ যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরাও পরীক্ষা দিয়েছেন, তাহলে তা বাতিল হবে। তার দায় স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে।” পরীক্ষা ফেরৎ অনেকের মধ্যেই একটা অনিশ্চয়তা এখনও কাজ করছে। তাঁরা এখনও ভরসা রাখতে পারছেন না, আদৌ এবারের পরীক্ষাতেও যে কোনও দুর্নীতি হবে না! সে বিষয়ে প্রশ্ন করা হয় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে।
{link}
তিনি বলেন, “কারচুপি কোন স্তরে হবে, কোথায় হবে, সেটা তো নির্দিষ্ট করে বলা যায় না। স্কুল সার্ভিস কমিশনের ওপর ভরসা রাখতে পারছে না, কারণ তাঁদের একটা অতীত অভিজ্ঞতা রয়েছে। যেভাবে স্কুল সার্ভিস কমিশন বিগত দিনে দুর্নীতি করেছে, যেভাবে এখনও তাঁরা দুর্নীতিকে রক্ষা করার চেষ্টা করছেন, এখনও মুখ্যমন্ত্রী যাঁরা অযোগ্য, তাঁদের পক্ষে সওয়াল করছেন, সামগ্রিক প্রেক্ষিতে এই আশঙ্কা থাকতেই পারে। এই আশঙ্কা ভিত্তিহীন বলা যায় না।”
{ads}