header banner

শিলিগুড়ির সেবক রংপো টানেলে কাজ চলার সময় দুর্ঘটনা, হতাহতের সংখ্যা ৩

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: সেবক রংপো টানেলে কাজ চলার সময় দুর্ঘটনা, হতাহতের সংখ্যা ৩। আবারো দুর্ঘটনার কবলে সেবক রংপো রেল প্রকল্প। কাজ চলার সময় পাথরের চাই চাপা পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। এই ঘটনা আরো দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। নিহত শ্রমিক কোচবিহারের বাসিন্দা বলে জানা গেছে। রেল ও পুলিশ সূত্রে খবর মিলেছে সোমবার  সেবক রংপো প্রকল্পের ১০ নম্বর টানেলে কাজ চলছিল। আচমকা একটি পাথরের চাই শ্রমিকদের উপর পড়ে, গুরুতর আহত হয় তিন শ্রমিক। সাথে সাথে কাজ বন্ধ করে দেওয়া হয়। আহত তিন শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর  চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে। 
{link}
মৃত ওই শ্রমিকের নাম শংকর বর্মন বাড়ি কোচবিহারে । দুই আহত শ্রমিকদের  চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। তবে কাজ এখন বন্ধ থাকবে যতক্ষণ না এই পরিস্থিতি সামাল দিচ্ছে রেল বিভাগ ও পুলিশ।
{ads}

siliguri sikkim west bengal accident news সংবাদ

Last Updated :