শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ৭ মে যদি হঠাৎ করে আপনার এলাকায় কোনও সাইরেন শুনতে পান, তাহলে আতঙ্কিত হবেন না। জানবেন, কোনও জরুরি পরিস্থিতির জন্য নয়, মক ড্রিল (Mock Drill) অর্থাৎ, সামরিক মহরার জন্য এটি বাজানো হচ্ছে ৷ অর্থাৎ, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে কী কী করা হবে, তার প্রস্তুতি নেওয়ার এটি একটি অনুশীলন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের একাধিক রাজ্যের কাছে পৌঁছল বিশেষ নির্দেশিকা ৷
{link}
জানিয়ে দেওয়া হল, আগামী ৭ মে, বুধবার সামরিক মহরা করতে হবে সেই সমস্ত রাজ্যকে ৷ পহেলগাঁও (Pahalgam)-এ জঙ্গি হামলার পরেই এই নির্দেশ। 'ওয়ার সাইরেন' বাজানোর অর্থ সাধারণ মানুষকে যুদ্ধ বা বিমানহানার মতো পরিস্থিতি সম্পর্কে জানানো। ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম ভারত সরকার এমন একটি মক ড্রিলের নির্দেশ দিয়েছে রাজ্যকে। এমন যখন পরিস্থিতি, তখন প্রত্যেকেরই জানা উচিত এই সাইরেন আসলে কী? এগুলো কোথায় লাগানো হয়? এগুলো কেমন শোনায়? কতদূর পর্যন্ত শোনা যায়? আর যখন এটি বাজানো হয় তখন মানুষের কী করা উচিত? এই প্রতিবেদনে সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দেওয়া হল। যুদ্ধের সাইরেন বা ওয়ার সাইরেন কোথায় লাগানো হয়?
{link}
এই সাইরেনগুলি সাধারণত প্রশাসনিক ভবন, পুলিশ সদর দফতর, ফায়ার স্টেশন, সামরিক ঘাঁটি এবং শহরের জনবহুল এলাকায় উঁচু করে লাগানো হয়। এর উদ্দেশ্য হল সাইরেনের শব্দ যতদূর সম্ভব পৌঁছনো। বিশেষ করে দিল্লি-নয়ডার মতো বড় শহরগুলিতে সংবেদনশীল এলাকায় এগুলো স্থাপন করা যেতে পারে। এটি দেশের প্রতিটি শহরেই ইনস্টল করা হতে পারে। যুদ্ধের সাইরেন আসলে একটি জোরে শব্দ করার মাধ্যমে সতর্কীকরণ ব্যবস্থা। এটি যুদ্ধ, বিমান হামলা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করে তোলে।
{ads}