header banner

দক্ষ সৈনিকের আত্মবিশ্বাসেই জয়ের রাস্তা ?

article banner

হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাওড়া জেলা পরিষদের বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ সীতানাথ ঘোষ সোমবার দুপুরে জেলা শাসকের দপ্তরে তার মনোনয়ন পত্র জমা দিলেন। জেলা পরিষদের সামনে থেকে হাজারেরও বেশি তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের নিয়ে তিনি মিছিল করে আসেন বঙ্কিম সেতুর নিচে। নির্বাচনী বিধি মেনে সেখান থেকে সাথে দুজন কে নিয়ে তিনি যান জেলা শাসকের দপ্তরে। তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

 
শেষ দুটি বিধানসভা নির্বাচনে জগৎবল্লভপুর কেন্দ্র থেকে জিতেছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী। শেষ ২০১৯-এর লোকসভা নির্বাচনেও জগৎবল্লভপুর কেন্দ্রের এগারো হাজারের বেশি ভোটে এগিয়ে আছে তৃনমূল কংগ্রেস। খুব স্বাভাবিক ভাবেই এই কেন্দ্র থেকে জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তৃনমূল প্রার্থী সীতানাথ ঘোষ। আই এস এফ বা ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট এখানে এক আইনজীবী কে প্রার্থী করলেও তিনি হালে পানি পাবেন না এমনটাই মনে করছেন স্থানীয় মানুষ। অন্যদিকে বিজেপি এখনও পর্যন্ত জগৎবল্লভপুর কেন্দ্রে এখনও কোন প্রার্থী দিতে না পারা কারনে নির্বাচনী প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। শেষ হাঁসি কে হাঁসবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী ২রা মে বারবেলা পর্যন্ত। 

{ads}
 

Sitanath-Ghosh-Jagatballavpur-TMC-Trinamool-Congress-Mamata-Banerjee-Election-West-Bengal-Assembly-Election-West-Bengal-Howrah-News-India

Last Updated :