header banner

জগৎবল্লভপুর সমর্থকদের নিয়ে জোরকদমে প্রচারে অবতীর্ণ সীতানাথ ঘোষ

article banner

মঙ্গলবার জগৎবল্লভপুর মুন্সিরহাট থেকে সীতানাথ ঘোষ এর এক বিশাল পথসভা আয়োজন করা হয়। সেই পথসভায় সমস্ত রোডের টোটো চালক তাদের গাড়ি নিয়ে অংশগ্রহন করেন। খরদা ব্রাহ্মণপাড়া ও জগৎবল্লভপুর একই দিনে দুটি অঞ্চল পথ সভা করা হয়। টোটো বাইক নিয়ে সভায় অংশগ্রহন করেছিলেন হাজার হাজার মানুষ এবং টিএমসি কর্মীরা। গ্রামের আশেপাশে সমস্ত গ্রামবাসী বৃন্দ তৃনমূলের এই প্রার্থী কে ফুল ও পুষ্পবৃষ্টি দিয়ে সম্মানিত করেন। সভার শেষে জগৎবল্লভপুর মুন্সিরহাট পাড়ার কালী মন্দিরে এসে পূজো দেন জগতবল্লভপুরের এই তৃনমূলের পদপ্রার্থী। 


উল্লেখ্য বিষয় গতকালই নিজের মনোনয়নপত্র পেশ করেছেন সীতানাথ ঘোষ। জগৎবল্লভপুরে নিজের পুরোনো ও দক্ষ সৈনিকের উপরেই ভরসা রেখেছেন দলনেত্রী। নিজের জেতার ব্যাপারেও আত্মবিশ্বাস চোখে পড়ছে সীতানাথ বাবুর মধ্যে। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষনা করলেও জগৎবল্লভপুরে এখনও প্রার্থী ঘোষনা করেনি বিজেপি। অন্যদিকে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন সীতানাথ ঘোষ। তবে কি প্রচারের লড়াইয়ে হাওড়ার এই কেন্দ্রে অনেকটাই এগিয়ে থাকবে তৃনমূল? প্রশ্ন কিন্তু উঠছেই

 

{ads}

Sitanath Ghosh TMC Jagatballavpur Candidate Election Assembly Election West Bengal Election Campaign West Bengal Howrah India

Last Updated :