header banner

গাড়ির চাকায় টাকা ঢুকিয়ে পাচার, উত্তরবঙ্গে বানারহাটে তল্লাশিতে হতবাক পুলিশও, গ্রেফতার ৫

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ: গা়ড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়৷ কিন্তু তাই বলে গাড়ির চাকার ভিতরে লুকিয়ে টাকা পাচার? রবিবার জলপাইগুড়ির বানারহাটে একটি গাড়ি থামানোর পর টাকা পাচারের এই কৌশল দেখে অবাক পুলিশ কর্তারাও৷ উদ্ধার হওয়া টাকা গভীর রাত পর্যন্ত গোনার প্রক্রিয়া চলে৷ সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা৷ এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের সোমবারই আদালতে তোলা হবে৷

{link}

রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসে পৌঁছায় যে ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে একটি ছোট গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছে কয়েকজন ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বিহারের নম্বর প্লেটের ওই গাড়িটি বিহারের পূর্ণিয়া থেকে অসমে যাচ্ছিল৷ দুপুরে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথিতে এশিয়ান হাইওয়ের উপরেই তল্লাশি শুরু করে পুলিশ৷ সেই সময় ওই গাড়িটিকে আটকানো হয়৷ সেই গাড়ি থেকেই বিপুল পরিমানের এই টাকা উদ্ধার হয়। এই টাকার সাথে কে বা কারা জড়িত, সেই বিষয়টিই তদন্ত করে দেখছে পুলিশ। 

{ads}

News Black Money North Bengal West Bengal সংবাদ

Last Updated :